ফ্রান্সে নিবিড় পরিচর্যায় করোনা রোগীর সংখ্যা দু’হাজারের নিচে

ফ্রান্সে গত দু’মাসের মধ্যে প্রথমবারের মতো নিবিড় পরিচর্যায় করোনা রোগীর সংখ্যা দু’হাজারের নিচে নেমে এসেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানায়।
মন্ত্রণালয় তাদের প্রতিদিনের হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরো ১৩১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৯ জনে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৮ জনে। গত ২২ মার্চের পর এ প্রথম এ সংখ্যা দ’ুহাজারের নিচে নেমে এল।
হাসপাতাল সিস্টেম কতোটা চাপে আছে তা জানার জন্যে নিবিড় পরিচর্যার এ রোগীর সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। গত ৯ এপ্রিল থেকে এ সংখ্যা কমতে শুরু করে। এর আগে এ ধরণের রোগীর সংখ্যা ৭ হাজার ১৪৮ পর্যন্ত হয়েছিল।
দেশটিতে কোভিড- ১৯ এ আক্রান্ত ১৯ হাজার ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।