ফ্রান্স বুধবার জানিয়েছে, দেশটিতে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। তবে কোভিড-১৯ ভাইরাসে দেশটির মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এনিয়ে ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৭ হাজার ৭৪ জনে দাঁড়ালো।
তবে মন্ত্রণালয় স্বীকার করেছে যে, আগের দিন নার্সিং হোমে মৃতের সংখ্যা হিসাব করার ক্ষেত্রে ভুল হওয়ায় তা সংশোধন করা হয়েছে। এদিন মৃতের সংখ্যা ভুলবশত ১৫ জন বেশি ধরা হয়েছিল।
তারা আরো জানায়, এখন পর্যন্ত নার্সিং হোমের বুধবারের মৃতের হিসাব পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে ৯৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের এ সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। আগের দিন ৩৪৮ জনের মৃত্যু হয়।
সাম্প্রতিক সময়ে মৃতের সংখ্য হ্রাসের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে, বুধবার ফ্রান্সের আইসিইউ’তে করোনা রোগীর সংখ্যা ১১৪ জন কমে বর্তমানে ২ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। গত এপ্রিলে দেশটিতে এ মহামারির চরম সংকটকালে আইসিইউ’তে রোগীর সংখ্যা ৭ হাজার অতিক্রম করেছিল।
এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালেও আগের দিনের তুলনায় করোনা রোগীর সংখ্যা ৫২৪ জন কমে এখন ২১ হাজার ৭১ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত ১৭ মার্চ দেশব্যাপী আরোপ করা লকডাউন আশিংক শিথিলের ঘোষণা দেয়ার পর আজ (বুধবার) ফ্রান্সে এর তৃতীয় দিন চলছে।
এদিকে আঞ্চলিক নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাসের নতুন সংক্রমণ বৃদ্ধি ঠেকানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখার একটি ভারসাম্যপূর্ণ প্রচেষ্টা চালানোর ওপর বেশি জোর দিয়েছেন।