ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। মধ্যমপন্থী ক্ষমতাসীন ইমানুয়েল মাখোঁ ও তার কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বী মারিন লে পেনের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় রাত আটটায় (গ্রিনিচ মান সময় ১৮০০ টা) প্রাথমিক ফলাফল দেয়া শুরু হবে। খবর এএফপি’র।
এ নির্বাচনে মতামত জরিপের ফলাফলে মাখোঁকে বড় ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে বিশ্লেষকরা সাবধান করে দিয়ে বলেছেন, ভোট কম পড়লে এক্ষেত্রে ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান