ফ্রান্সে মৃত্যু ২০ হাজার ছাড়াল!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সে করোনায় মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ইতালিতে প্রথমবারের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে।

ইউরোপে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলোর সর্বশেষ অবস্থা:

রোম: ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের সোমবার প্রকাশিত নতুন পরিসংখ্যানে দেখা গেছে, করোনাভাইরাসের কারণে পুরো লকডাউনে থাকা ইতালিতে এ পর্যন্ত মোট ২৪ হাজার ১১৪ জন মারা গেছে।

টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি জানান, ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫৪ জন মারা গেছে। তবে ইতিবাচক খবর হচ্ছে, একই সময়ে সক্রিয় সংক্রমণের হার আগের দিনের তুলনায় সোমবার হ্রাস পেয়েছে। দেশব্যাপী মোট আকান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ২৩৭।

গত ২১ ফেব্রুয়ারি উত্তর লোমবার্ডি অঞ্চলে মহামারিটি প্রথম ছড়িয়ে পড়ার পরে এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৮৭৭ জন সুস্থ হয়েছেন।

মাদ্রিদ: স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের সোমবারের পরিসংখ্যানে দেখা গেছে, স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯৯ জন মারা গেছে।

গত চার সপ্তাহের মধ্যে সোমবার মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম ছিল। কঠোর লকডাউনের জন্য স্পেনের করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

প্যারিস: ফ্রান্সের স্বাস্থ্য-মহাপরিচালক জেরোম স্যালোমন সোমবার ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের পর চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ১ মার্চ থেকে এ পর্যন্ত করোনায় ফ্রান্সে ২০ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে।

বার্লিন: জার্মানিতে সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৭৭৫ জনসহ মোট ১ লাখ ৪১ হাজার ৬৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জার্মান সরকারি সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ১১০ জন রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে। মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৪০৪ জনে পৌঁছেছে।