ফ্রান্সে চার নারীকে যৌন নির্যাতনের অভিযোগে আদালত শুক্রবার এক খ্রিষ্টান পুরোহিতকে পাঁচ বছরের কারাদ- দিয়েছে। ওই নারীদের মধ্যে সে একজনকে মাত্র নয় বছর বয়স থেকে নির্যাতন করে আসছিল। ওই পাদ্রি এদের একজনকে দেয়ার জন্যে এক লাখ ইউরো আত্মসাৎ করে।
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে কোলমান ফৌজদারি আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই রায় ঘোষণা করা হয়। শুক্রবার রাতে রায়টি প্রকাশ করা হয়।
তবে তাকে অন্তত দুই বছর জেল খাটতে হবে এবং বাকি জীবন তার ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হবে।
ওই পাদ্রির আইনজীবীরা বলেন, সে চিকিৎসা নিচ্ছে।
রায়ে তাকে ওই নারীদের কারো সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে। তাছাড়া শিশুদের সংস্পর্শে যেতেও বারণ করা হয়েছে।
এছাড়াও তাকে আলসাস অঞ্চল ত্যাগ করতে বলা হয়েছে। এখানেই সে ওই অপরাধগুলো করেছিল। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ