ফ্রান্সের মার্সেই শহরের প্রধান রেল স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালালে অন্তত একজন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী এরপরই আক্রমণকারীকে গুলি করে হত্যা করে। খবর বিবিসির।
বিভিন্ন খবরে বলা হচ্ছে, হামলার সময় ঐ ব্যাক্তি 'আল্লাহু আকবর' বলে চিৎকার করে।
তবে কিছু খবরে বলা হয়, আক্রমণকারীকে নিরাপত্তা বাহিনী গুলি করার আগে সে দু'জন লোককে হত্যা করে।
দক্ষিণ ফ্রান্সের শহর মার্সেই-এর সেন্ট চার্লস স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় লোকদের ওই এলাকাটি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলোম্ব বলেছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ অক্টোবর ২০১৭