ফ্রান্সে লেবার ইউনিয়নের ধর্মঘটে ব্যপক প্রস্তূতি

ফ্রান্সে আজ দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে, তাতে জনজীবন বস্তূত:অচল হয়ে যেতে পারে। বিভিন্ন লেবার ইউনিয়ন প্রেসিডেন্ট ম্যাক্রো’র অবসর সংক্রান্ত কর্মসূচির বিরোধিতা করে এই ধর্মঘটের ডাক দিয়েছে।

লেবার ইউনিয়ন আয়োজিত মার্চের আগে পুলিশ প্রশাসন, কাফে, দোকানপাট এবং রেস্তোরাঁসমূহ বন্ধের নির্দেশ দিয়েছে। প্যারিসের মেট্রো পরিবহন বন্ধ রাখা হবে; ইতিমধ্যেই হোটেলে বহু রিজারভেশন বাতিল করা হয়েছে। এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রকেরা এই ধর্মঘটে যোগ দেবার কারণে প্রায় সকল ফ্লাইট বাতিল করে দেয়া হয়।

পুলিশ প্রধান জানিয়েছেন, বিক্ষোভ ও সহিংসতা এড়াতে প্রায় ৬০০০ পুলিশ সদস্যদের মোতায়েন করা হচ্ছে।সূত্র ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান