ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এলাকা মারসিলের সন্নিকটে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জরুরি বিভাগের তিন কর্মী নিহত হয়েছে।
হেলিকপ্টারটি ভারী বন্যায় আটকে থাকা লোকজনকে উদ্ধার করার জন্য কাজ করছিলো।
বিধ্বস্ত হেলিকপ্টার ও তিন ক্রুর মরদেহ রোভ শহরের কাছে পাওয়া গেছে। তদন্ত শুরু হয়েছে।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের ‘ফরাসিদের রক্ষায় প্রতিদিন জীবন দেওয়া নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে আল্পস-মেরিটাইমস ও ভার অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়।
বন্যায় ওই অঞ্চলের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলে বহু গাড়ি ও নৌকা ভেসে যায়। বহু সড়ক ডুবে যায় ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজকের বাজার/এমএইচ