শুক্রবার সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে একটি বেসামরিক হেলিকপ্টার দক্ষিণ ফ্রান্সে বিধ্বস্ত হলে এক পাইলট এবং এক রাশিয়ান ব্যবসায়ীসহ দুই ব্যক্তি নিহত হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আঞ্চলিক এক কর্মকর্তা জানান, দুপুর ২টার দিকে নাইস শহরের কাছে দুর্ঘটনার পর ‘দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
ওই কর্মকর্তা বলেছেন, ‘নিহতদের একজনকে হেলিকপ্টারটির পাইলট হিসেবে শনাক্ত করা হয়েছে। অপর জন মাল্টিজ পাসপোর্টধারী রুশ ব্যবসায়ী ছিলেন’। বিধ্বস্ত হেলিকপ্টারটি বেসরকারী কোম্পানি মোনাকেয়ার পরিচালিত।
মোনাকেয়ার এএফপি’কে জানিয়েছে, ‘লোসান থেকে মোনাকো যাওয়ার জন্য ফ্লাইটের আরেকজন যাত্রী ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল হয়ে যায়।’
ত্রিশ বছর বয়সী পাইলট প্রথম থেকে, ‘এই অঞ্চলে তার পুরো প্রশিক্ষণ নিয়েছিলেন এবং তিনি এই অঞ্চলটি খুব ভালভাবে চিনতেন’। মোনাকেয়ার আরো জানিয়েছে, হেলিকপ্টারটি অত্যন্ত অত্যাধুনিক ছিল।
মোনাকেয়ার আরো জানিয়েছে, বিমান পরিবহন পুলিশের সঙ্গে ৫০ জনেরও বেশি উদ্ধার কর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে, দাবানলের কোনো ঝুঁকি ছিল না বলে জানায় বিমান কতৃপক্ষ।