ফ্রান্স সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ শুক্রবার ফ্রান্স সফরে যাচ্ছেন। সেখানে তার ফ্রান্সের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে একথা বলা হয়। সোমবার স্টকহোমে জড়ো হওয়া ইরানীদের উদ্দেশ্যে দেয়া জারিফের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ইরনা জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইয়েভ লা দ্রিয়ানের সঙ্গে সাক্ষাতের জন্যে আমরা সে দেশ সফর করবো।
সূত্র মতে, জারিফ বর্তমানে ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়েতে রয়েছেন। তিনি আগামী সপ্তাহে চীনও সফর করবেন।
ইরানের সাথে করা ২০১৫ সালের পরমাণু চুক্তির অন্যতম অংশীদার ফ্রান্স।
জারিফ শনিবার কুয়েত যাওয়ার মধ্যদিয়ে তিনি তার বিশ্বসফর শুরু করেছেন। ফিনল্যান্ড, সুইডেনের পর তিনি নরওয়ে যান। এরপর তিনি ফ্রান্স যাবেন।