কোমরের গুরুতর অস্ত্রোপচারের কারনে ফিটনেসের সাথে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়া বিশে^র সাবেক এক নম্বর খেলোয়াড় এন্ডি মারে ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড পেয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে রোঁলা গারোতে শুরু হচ্ছে বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যাম।
৩৩ বছর বয়সী এই বৃটিশ তারকা ২০১৬ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছিলেন। কিন্তু নতুন করে ক্যারিয়ার শুরু করার লড়াইয়ে নামা মারের বর্তমান র্যাঙ্কিং এখন ১১০। সম্প্রতি শেষ হওয়া ইউএস ওপেনেও তিনি ওয়াইল্ড কার্ড অর্জন করেছিলেন। সেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কানাডিয়ান ফেলিক্স অগার-এ্যালিসিমের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। ম্যাচটিতে পরাজয়ের পর মারে স্বস্তি প্রকাশ করে বলেছিলেন ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলতে নেমে কোর্টের সাথে মানিয়ে নেয়াটাই মূল বিষয় ছিল, যে পরীক্ষায় তিনি উতরে গিয়েছেন। কোমরের ইনজুরির কারনে এক সময় তিনি অবসরের কথাও বিবেচনা করেছিলেন।
মারে ছাড়াও ফ্রেঞ্চ ওপেনে নারীদের বিভাগে খেলার আমন্ত্রন পেয়েছেন বিশে^র সাবেক পাঁচ নম্বর খেলোয়াড় এজিনি বুচার্ড। ছয় বছর আগে তিনি প্যারিসে সেমিফাইনালে খেলেছিলেন। সপ্তাহের শেষে ইস্তাম্বুলের ডব্লিউটিএ ইভেন্টে ফাইনালে পৌঁছানোর পুরস্কার হিসেবেই ওয়াইল্ড কার্ড অর্জন করেছেন উইম্বলডনের সাবেক রানার্স-আপ এই কানাডিয়ান তারকা।
এদিকে করোনাভাইরাস ঝুঁকি সত্বেও ফ্রেঞ্চ ওপেনে দর্শকদের উপস্থিতির অনুমতি মিলেছে। আর এটা নিয়েই শঙ্কা প্রকশ করেছেন ক্লে কোর্টের রাজা স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ক্যারিয়ারে ১৩তম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা লড়াইয়ে কোর্টে নামতে যাওয়া নাদাল ছয় মাস পর চলতি সপ্তাহে রোমের ক্লে কোর্ট টুর্নামেন্টের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতায় ফিরতে যাচ্ছেন। ৩৪ বছর বয়সী নাদাল স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ‘আমি জানি না কি হতে যাচ্ছে। রোঁলা গারোতে এখন কি পরিস্থিতি সে সম্পর্কেও আমার কোন ধারণা নেই। আগামী দুই সপ্তাহে ভাইরাসের গতিবিধি কি হয় সেটাও দেখার বিষয় রয়েছে। আশা করছি সব কিছু ভালভাবেই সম্পন্ন হবে। পরিস্থিতির উন্নতির জন্য আমাদের সকলের ধৈর্য্য ধরতে হবে।’
প্যারিসে জিততে পারলে বিশে^র এই দুই নম্বর খেলোয়াড় রজার ফেদেরারের সাথে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন।
নির্ধারিত সূচী অনুযায়ী গত মে মাসে ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পিছিয়ে সেপ্টেম্বরে নতুন তারিখ নির্ধারণ করা হয়।