ফ্রেঞ্চ ওপেনে নাদালের ১৪ শিরোপা

ডেভিস কাপ থেকে স্পেনের বিদায়ের সাথে সাথে কোর্ট থেকে বিদায় নিয়েছেন ক্লে কোর্টের সর্বকালের অন্যতম সেরা তারকা রাফায়েল নাদাল। সাথে রেখে গেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুখস্মৃতি।

এই শিরোপাগুলোর মধ্যে ১৪টিই এসেছে ফ্রেঞ্চ ওপেন থেকে। যেখানে তিনি জয় করেছেন ১১২টি ম্যাচ। ২০০৫ সালে অভিষেকের পর এই কোর্টে হেরেছেন মাত্র চারটি ম্যাচ।
প্যারিসে নাদলের যত শিরোপা :

২০০৫ : আর্জেন্টিনার মারিয়ানো পুয়েতার্কে ৬-৭, ৬-৩, ৬-১, ৭-৫ গেমে পরাজিত
১৯৮৯ সালে রোলা গ্যাঁরোতে মাত্র ১৭ বছর বয়সে মাইকেল চ্যাংয়ের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৯ বছর বয়সী নাদাল শিরোপা জয় করেছিলেন। ১৯৮২ সালে ম্যাটস উইলান্ডারের পর প্রথম খেলোয়াড় হিসেবে নাদাল অভিষেকে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করেছিলেন। পরবর্তীতে পুয়ের্তা ড্রাগ টেস্টে ধরা পড়ে আট বছরের জন্য নিষিদ্ধ হন। পরে অবশ্য তার নিষেধাজ্ঞা দুই বছরে নামিয়ে আনা হয়েছিল।

২০০৬ : রজার ফেদেরারকে ১-৬, ৬-১, ৬-৪, ৭-৬ গেমে পরাজিত
স্ল্যাম ফাইনালে প্রথম খেলোয়াড় হিসেবে ফেদেরারকে পরাজিত করার কৃতিত্ব দেখিয়েছিলেন নাদাল। এর মাধ্যমে এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড থেকে বঞ্চিত হয় সুইস তারকা ফেদেরার। এটা ছিল ক্লে কোর্টে নাদালের টানা ৬০ম জয়।

২০০৭ : ফেদেরারকে ৬-৩, ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত
১৯৮০ সালে বিওন বর্গের পর প্রথম খেলোয়াড় হিসেবে রোলা গ্যাঁরোতে টানা তিটি শিরোপা জয় করেন ২১ বছর বয়সী নাদাল।

২০০৮ : ফেদেরারকে ৬-১, ৬-৩, ৬-০ গেমে পরাজিত
গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ফেদেরারকে সবচেয়ে বাজে পরাজয়ের লজ্জা দেন নাদাল। এই আসরে কোন সেটে পরাজিত না হয়ে শিরোপা জয় করেছিলেন নাদাল।

২০১০ : সুইডেনের রবিন সোদারলিংকে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে পরাজিত
ঠিক এক বছর আগে সুইডিশ সোদালিংকের কাছে রোলা গ্যাঁরোতে পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন নাদাল। আবারো কোন সেটে পরাজিত না হয়ে শিরোপা জয় করেন নাদাল। এই শিরোপা জয়ের২০০৯ সালের জুলাইয়ের পর প্রথমবারের মত র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন।

২০১১ : ফেদেরারকে ৭-৫, ৭-৬, ৫-৭, ৬-১ গেমে পরাজিত
ষষ্ঠ ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করে বর্গের রেকর্ড স্পর্শ করেন নাদাল। একইসাথে এর মাধ্যমে ১০ম স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন।

২০১২ : নোভাক জকোভিচকে ৬-৪, ৬-৩, ২-৬, ৭-৫ গেমে পরাজিত
বর্গের রেকর্ড ষষ্ঠ ফ্রেঞ্চ ওপেনের শিরোপাকে ছাড়িয়ে যান নাদাল। একইসাথে ১৯৬৯ সালে রড লেভারের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে জকোভিচের চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে দেন।

২০১৩ : স্পেনের ডেভিড ফেরারকে ৬-৩, ৬-২, ৬-৩ গেমে পরাজিত
স্বদেশী ফেরাকে সহজেই হারিয়ে অষ্টম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করেন। এই আসরের সেমিফাইনালে ৪ ঘন্টা ৩৭ মিনিটের লড়াইয়ের পর জকোভিচকে ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৭, ৯-৭ গেমে পরাজিত করে কষ্টার্জিত জয় নিশ্চিত করেছিলেন নাদাল।

২০১৪ : জকোভিচকে ৩-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত
ফ্রেঞ্চ ওপেনের নবম শিরোপাটি ছিল নাদালের সব মিলিয়ে ১৪তম গ্র্যান্ড স্ল্যাম সাফল্য। একইসাথে এটা ছিল ৪৫তম ক্লে কোর্ট শিরোপা

২০১৭ : সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ গেমে পরাজিত
অনেকটাই একপেশে ফাইনালে নাদালের নামনে দাঁড়াতেই পারেননি ওয়ারিঙ্কা। ৩১ বছর বয়সী নাদাল প্রথম খেলোয়াড় হিসেবে একই গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ১০মবারের মত জয়ের কৃতিত্ব দেখান।

২০১৮ : অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে পরাজিত
থিয়েমকে সরাসরি সেটে পরাজিত করে ক্যারিয়ারের ১৭তম স্ল্যাম শিরোপা জয় করেন নাদাল। আঙ্গুলের ইনজুরির কারনে নাদালকে তৃতীয় সেটে কোর্টেই চিকিৎসা নিতে হয়েছিল।

২০১৯ : থিয়েমকে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে পরাজিত
২০১৪ সালের পর প্রথমবারের মত কোন ফাইনালে কোন সেটে পরাজিত হয়েছিলেন নাদাল। যা নিয়ে পরবর্তীতে বেশ ক্ষুব্ধ মনোভাব পোষণ করেছিলেন ৩৩ বছর বয়সী নাদাল।

২০২০ : জকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ গেমে পরাজিত
কোভিড-১৯ মহামারীর কারনে চার মাস দেরীতে অনুষ্ঠিত এই ফাইনালে জকোভিচকে পাত্তাই দেননি নাদাল। এর মাধ্যমে ১৩তম ফ্রেঞ্চ ওপেনের শিরোপাসহ ফেদেরারের সর্বকালের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ড স্পর্শ করেছিলেন নাদাল।

২০২২ : নরওয়ের কাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে পরাজিত
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী নাদাল এই আসরে পায়ের ইনজুরিতে পড়েছিলেন। যে কারনে ফেলিক্স অগার-আলিয়াসিমে, জকোভিচ ও আলেক্সান্দার জেভরেভের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছে। নওয়েজিয়ান রুডকে একপেশে ফাইনালে পরাজিত করে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে রোলা গ্যাঁরোতে শিরোপা জয় করেন নাদাল।
এর মাধ্যমে ২০০৫ সালে অভিষেকের পর ৩৬ বছর বয়সী নাদাল রোলা গ্যাঁরোতে ১১২তম ম্যাচে জয়ী হন। বিপরীতে পরাজিত হয়েছেন মাত্র তিনটিতে। (বাসস)