রেনেকে ২-১ গোলে পরাজিত করে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবলের শিরোপা জয় করেছে প্যারিস সেইন্ট-জার্মেই। এই শিরোপা জয়ে ঘরোয়া লিগের নতুন মৌসুমের শুরুতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
চায়নার শেনজেন ইউনিভার্সসাইড স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে পিছিয়ে ছিল থমাস টাচেলের পিএসজি। যে কারণে শেষ পর্যন্ত এই জয় টাচেলকে দারুন এক স্বস্তি এনে দিয়েছে। চায়নার দক্ষিনাঞ্চলীয় শহর শেনজেনের আদ্রতাপূর্ণ কন্ডিশনে খেলতে কিছুটা হলেও দুই দলেরই সমস্যা হয়েছে। টাচেলও ম্যাচ শেষে সেই বিষয়টি সামনে নিয়ে এসে বলেন, ‘কঠিন কন্ডিশনে সকলেরই সমস্যা হয়েছে। বেশ কিছু নতুন খেলোয়াড়কে আমরা যাচাই করার চেষ্টা করেছি। তারা ভাল খেলেছে। এই জয় আমাদের জন্য অনেক বড় একটি পুরস্কার। অন্তত ১০টি শট আজ আমাদের লক্ষ্যভ্রষ্ঠ হয়েছে। নতুন মৌসুমকে সামনে রেখে এটা আমাদের জন্য দারুন একটি শুরু।’
আজকের বাজার/লুৎফর রহমান