ফ্লোরিডার স্কুলে হামলা, নিহত ১৭

PARKLAND, FL - FEBRUARY 14: People are brought out of the Marjory Stoneman Douglas High School after a shooting at the school that reportedly killed and injured multiple people on February 14, 2018 in Parkland, Florida. Numerous law enforcement officials continue to investigate the scene. (Photo by Joe Raedle/Getty Images)

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ড শহরের একটি হাই স্কুলে হামলা চালিয়েছে সাবেক এক ছাত্র। এই হামলায় নিহত হয়েছে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

পুলিশ বলেছে, ১৯ বছর বয়সি ঘাতক ছাত্রের নাম নিকোলাস ক্রুজ এবং তাকে স্কুল থেকে বহিষ্কারের পর প্রতিশোধ নিতে সে এই জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে।

গুলিবর্ষণ শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ক্রুজকে আটক করতে সক্ষম হয়। আকাশ থেকে নেয়া ছবিতে স্কুলের আঙিনায় আহত ছাত্রদের প্রাথমিক চিকিৎসা দিতে এবং শিক্ষার্থীদেরকে লাইন বেধে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮