ফ্লোরিডায় ওভারব্রিজ ধসে ৪ জনের প্রাণহানী

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে একটি ফুটওভার ব্রিজ ধসে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। খবর বিবিসির।

বৃহস্পতিবার বিকেলে ফুটওভার ব্রিজটি ধসে পড়ে। সে সময় ব্রিজের নিচে থাকা কমপক্ষে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওভারব্রিজের আশপাশে এখনও উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে ব্রিজের নিচে এখনও কেউ আটকে পড়ে থাকতে পারে।

মিয়ামির ফায়ার সার্ভিস বিভাগের প্রধান বৃহস্পতিবার রাতে বিবিসিকে বলেন, এ ঘটনায় অন্তত ৪ নিহত হয়েছেন। ব্রিজের নিচে কেউ আটকে আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

গত বছর ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গাড়িচাপায় আহত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার সুবিধার্থে এখানে ফুটওভারব্রিজ স্থাপনের কাজ শুরু হয় কিছুদিন আগে। গত শনিবার ব্রিজটিতে একটি স্প্যান বসানো হয়। ব্রিজটির নির্মাণ কাজ এখনও চলছিল। নির্মাণাধীন অবস্থায় ব্রিজটি কেন ধসে তা পড়ল তা এখনও অস্পষ্ট।

আরএম/