মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কেন্দ্র যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় জয়লাভের দাবি করেছে। খবর এএফপি’র।
ইলেক্টোরাল কলেজের ২৯ ভোট থাকা এ রাজ্যে ভোট গণনা যখন চলছে তখন টুইটারে দেয়া এক বার্তায় প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণা কেন্দ্র এমন দাবি করে।
এদিকে নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডায় জয়লাভের সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সামান্য ব্যবধানে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন এবং এ বছরের মতামত জরিপে রাজ্যটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়।