পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড ফ্লোর স্পেস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের গোশাইলডাঙ্গার এসকে মুজিব সড়কের ডাবল মুরিং এ অবস্থিত প্রতিষ্ঠানটির ভবনের ২য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ তলার ফ্লোর স্পেসগুলো বিক্রি হবে। পরো ফ্লোরস্পেসের পরিমান ৩৩ হাজার ৭৮০ স্কয়ার ফিট। যার বিক্রয়মূল্য ৬২ কোটি টাকা। স্পেসগুলো অবিভক্ত এবং আনুমানিক অনুপাতের জমি এবং বেসমেন্টে ৮টি গাড়ি পার্কিং রয়েছে।
আজকের বাজার /মিথিলা