পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ফ্লোর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি মোট ১০ হাজার ৭৫৫ স্কয়ার ফিট ফ্লোর স্পেস বেচবে। ১০২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, তেজগাঁও, ঢাকার আইডিয়াল ট্রেড সেন্টারের ৬ষ্ঠ এবং ৭ম তলার ফ্লোরগুলো বিক্রি করা হবে। যার বর্তমান বিক্রয় মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।
উল্লেখ্য, বীমা নিয়ন্ত্রন সংস্থা আইডিআরএ অনুমোদনের পর কোম্পানিটি ফ্লোর বিক্রি করতে পারবে।