ফ্ল্যাটে ঢুকে অভিনেত্রীর শ্লীলতাহানি

রাতে টেলিভিশন অভিনেত্রীর ফ্লাট ঢুকে তার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কলকাতার কয়েক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার(২২ জুন) কলকাতার যাদবপুর সেন্ট্রাল রোডের একটি আবাসনে এই ঘটনা ঘটে।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আবাসনের দোতলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকেন ওই অভিনেত্রী। চার বছর ধরে তারা ওই ফ্ল্যাটটিতে রয়েছেন। ওই আবাসনেরই চারতলায় এক ব্যক্তি ফ্ল্যাট কিনেছেন। কিন্তু ওই ফ্ল্যাটে তিনি থাকেন না। তবে রাত হলেই বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের আনাগোনা লেগেই থাকে ওই ফ্ল্যাটে। অন্য দিনের মতো শুক্রবার রাতে বহিরাগত ওই ছেলেমেয়েরা ফ্ল্যাটটিতে এসেছিলেন। ওই বহিরাগতরাই অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। দরজায় জোরে জোরে লাথি মারে। এতে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। বিষয়টি জানিয়ে যাদবপুর থানায় ফোন করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ঘুরে যায়।

পুলিশ চলে যাওয়ার পরই ফের হামলা চালান ওই বহিরাগতরা। নিরাপত্তার স্বার্থে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেন। প্রতিবাদ করতে গেলে মারধরের পাশাপাশি অভিনেত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরজেড/