আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ‘হত্যাকান্ড’ এবং হাঁটুর চাপে তিনি মারা গেছেন বলে আনুষ্ঠানিক ময়না তদন্তে উল্লেখ করা হয়েছে। সোমবার এ ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়।
মিনেপোলিসের হিনেপিন কাউন্টির এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লয়েড(৪৬) হাঁটুর চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার এ ধরণটি একটি হত্যাকান্ড।
ময়নাতদন্ত প্রতিবেদনে ফ্লয়েডের হৃদরোগ ও সম্প্রতি মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।
একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে শেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চওভিন ফ্লয়েডের গলায় নয় মিনিট হাঁটু চেপে ধরে রাখেন। এতে ফ্লয়েড দমবন্ধ হয়ে মারা যায়। চওভিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
গত ২৫ মে মিনেপোলিসে এ ঘটনা ঘটে। ভিডিওটি ভাইরাল হলে এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ অনেকগুলো শহরে কারফিউ করে।
এমনকি পরিস্থিতি মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা মোতায়েনেরও হুমকি দিয়েছেন।