ফয়জুরের বন্ধু সোহাগ ৭ দিনের রিমান্ডে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বন্ধু সোহাগ মিয়াকে ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

এর আগে  সোহাগ মিয়াকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

মহানগর আদালত পুলিশের সহকারি কমিশনার অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল হাসানের ঘনিষ্ট বন্ধু সোহাগ মিয়া। মূলত ফয়জুরকে জঙ্গি আদর্শে সেই উদ্ধুদ্ধ করেছে। তাই হামলার নেপথ্যের কারণ ও শক্তি সম্পর্কে জানতে তদন্তকারী কর্মকর্তা তাকে আটক করে রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত মামলার তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠন চলাকালে ড. জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর। হামলার পর উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ফয়জুরকে আটক করে র‌্যাবের কাছে সোর্পদ করেন।

আজকের বাজার/আরজেড