সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়েজুরের বড় ভাই এনামুল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার ৮ মার্চ সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনামুল হাসানের থেকে ফয়জুরের ব্যবহৃত মোবাইল, ট্যাব ও মেমোরী কার্ড উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নতুন সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ৩ মার্চ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যাল চলাকালে ফয়জুর রহমান পেছন থেকে অতর্কিত হামলা করে। এ ঘটনার পর হতেই তার বড় ভাই এনামুল ফয়জুরের ব্যবহৃত মোবাইল, ট্যাব ও মেমোরী কার্ড নিয়ে পলাতক ছিল।
আরএম/