বইয়ের মূল্য পরিশোদ করা যাবে সব মাধ্যমে

ছবি : ইন্টারনেট
অমর একুশে বইমেলায় আইপেসহ যে কোনো অনলাইন লেনদেন পদ্ধতিতে টাকা পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। বই কেনার পর লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র বিকাশ ব্যবহারে বাংলা একাডেমির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক।

বাংলা একাডেমির চেয়ারম্যান, মহাপরিচালক, ব্যবস্থাপক সচিব ও বইমেলার আয়োজক কমিটির সচিবসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গেলো ১১ই ফেব্রুয়ারি বইমেলায় টাকা লেনদেনে কেবল বিকাশ ব্যবহারে বাংলা একাডেমির নেয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। ওই রিটের শুনানি করে সোমবার হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮