বই উৎসব উ‌দ্বোধন কর‌লেন শিক্ষামন্ত্রী

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী ঢ‌লের ম‌ধ্যে রঙিন বেলুন উ‌ড়ি‌য়ে পাঠ্যপুস্তক উৎস‌বের উ‌দ্বোধন ক‌রে‌ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ।

‌সোমবার ০১ জানুয়ারি সকাল সোয়া ১০টায় রাজধানীর আ‌জিমপুর গভর্ন‌মেন্ট গার্লস স্কুল অ্যান্ড ক‌লে‌জে পাঠপুস্তক উৎসব উ‌দ্বোধন ক‌রেন শিক্ষামন্ত্রী।

স্কুল মা‌ঠে এ উৎসব আ‌য়োজ‌নে নতুন বই ও রঙিন সাজে সজ্জিত হ‌য়ে যোগ ‌দেয় রাজধানীর বি‌ভিন্ন স্কু‌লের ক‌য়েক হাজার শিক্ষার্থী।

উৎসবে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

শুধু রাজধানীই নয়, দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন তুলে দেওয়া হচ্ছে।

আজকের বাজার: আরআর/ ০১ জানুয়ারি ২০১৮