অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জারা জিন্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, সকাল সোয়া ৯ টার দিকে ‘জারা জিন্স’ কারখানার কয়েকশ’ শ্রমিক রাস্তায় নেমে আসে এবং সনি সিনেমা হলের সামনে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে।
এসময় মিরপুর ১ নম্বর ও আশপাশের এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী সাধারণ মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।