তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন একটি গার্মেন্টসের শ্রমিকেরা । সোমবার ১৬ অক্টোবর বিকেল থেকে রাজধানীর তেজগাঁও এলাকায় এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
মঙ্গলবারও তারা সেখানে অবস্থান করছেন। জানা গেছে, এঘটনার পর ওই গার্মেন্টস মালিক পালিয়ে গেছেন।
শ্রমিকরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের সেখানে অবস্থান করতে দিচ্ছে না।
এবিষয়ে শ্রমিক শাহনাজ বলেন, আমরা ১২০ পূর্ব তেজতুরী বাজার ক্যাপরী গার্মেন্টস লিমিটেডে কাজ করি। কোরবানির ঈদের পর থেকে তিন মাস ধরে মালিক আমাদের বেতন দেয় না। আমরা কী কী খাবো, কী করে চলবো! সে কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সোমবার থেকে আমরা গার্মেন্টসের সামনে অবস্থান নিয়েছি। কিন্তু ওই গার্মেন্টস মালিক মোজাম্মেল হক বতর্মানে পলাতক রয়েছেন। মালিক আমাদের বলেছেন, তোমরা বিজিএমইএতে যাও।
গার্মেন্টস শ্রমিক আলামিন বলেন, আমরা বাড়ি ভাড়া দিতে পারি না। ছেলেমেয়েদের স্কুলের বেতন দিতে পারি না।
আরেক শ্রমিক সাগর বলেন, যতক্ষণ পর্যন্ত মালিক আমাদের বেতন না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
শ্রমিকেরা অভিযোগ করেছেন পুলিশ ও মালিক পক্ষ তাদের বাধা দিচ্ছে।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি সত্যি। তবে পুলিশ শ্রমিকদের বাধা দিচ্ছে, এটি সত্যি নয়। তিনি বলেন, এসব শ্রমিক টঙ্গি অফিসে চাকরি করেন। তবে শ্রমিকেরা দাবি করেছেন, এটি তাদের হেড অফিস।
আজকের বাজার: আরআর/ ১৭ অক্টোবর ২০১৭