এপ্রিলের মধ্যে বকেয়া বেতন প্রদানসহ ৮ দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের।
শনিবার সকালে, চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, অনেক জাহাজে এখনো মজুরি কাঠামো ২০১৬ এর আওতায় বকেয়া পাওনা দেয়নি। বিআইডব্লিউটিসি ভাড়া করা জাহাজে শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ, নৌ দুর্ঘটনায় নাবিকদের সাজা-জরিমানা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
এছাড়া সমুদ্র বন্দর বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসি নৌ বিভাগের সরকারি চাকুরির কোটা ১০ শতাংশ অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের বলে সংবাদ সম্মেলনে দাবি করেন শ্রমিক নেতারা।
আজকের বাজার/আরজেড