বক্তব্য প্রত্যাহার করতে মতিয়া চৌধুরীকে জাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন আগামীকালের মধ্যে তা প্রত্যাহার করতে সময় বেধে দিয়েছেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে তাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়েছে। পাশাপাশি জাবিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে এই ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার আহ্বায়ক খান মুনতাসির আরমান।

তিনি বলেন, আমরা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বেড়ে উঠেছি। মতিয়া চৌধুরী আমাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছে আমাদের জন্য তা অত্যন্ত অপমানজনক।

সমাবেশ শেষে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে আগামী তিন দিনের সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করেছে জাবি শিক্ষার্থীরা।

নাঈম/আরএম