কমনওয়েলথ গেমসের বক্সিং ইভেন্টে বাংলাদেশের নাম নেই।ফলে এ ইভেন্টে অংশ নিতে পারবে না আল আমিন ও রবিন মিয়া।
গেমসের নিয়ম অনুযায়ী টেকনিক্যাল কমিটির সভায় দলের অংশগ্রহণ নিশ্চিত করতে উপস্থিত থাকতে হয় কোচ অথবা ম্যানেজারের। কিন্তু সেই সভাতে উপস্থিত ছিলেন না বাংলাদেশ দলের কোচ-কাম ম্যানেজার আব্দুল মান্নান। যে কারণে বক্সিং ইভেন্টে বাংলাদেশের নামই রাখেনি আয়োজকরা।
উল্লেখ্য, ৬০ কেজি ওজন শ্রেণিতে রবিন মিয়া ও ৬৪ কেজি ওজন শ্রেণিতে আল আমিন এর অংশ নেয়ার কথা ছিল। গেমসের ওয়েবসাইটে অন্য দেশের বক্সারদের ইভেন্ট ও প্রতিপক্ষের নাম দেওয়া থাকলেও সে তালিকায় নেই বাংলাদেশের নাম।
আজকের বাজার/আরজেড