সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে দুই ভাই জো রুশো আর অ্যান্থনি রুশোর পরিচালনায় অ্যাভেঞ্জারস সিরিজের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার। বিশ্বের বেশ কয়েকটি দেশসহ বাংলাদেশে এ সিনেমার মুক্তি মেলে ২৭ এপ্রিল।
ছবিটিতে মার্ভেলের গোটা দুনিয়া আনা হয়েছে এক পর্দায়। এক দশক সময় ধরে মার্ভেলের বিভিন্ন সুপারহিরো চরিত্রগুলো রুপালি পর্দা দাপিয়ে বেড়িয়েছে। এই সকল সুপার হিরোরা এক হয়েছে থ্যানোসের বিরুদ্ধে। পৃথিবীকে বাঁচাতেই তাদের একমাত্র শত্রুর বিপক্ষে লড়াই।
৬টি ইনফিনিটি স্টোন দখলে নিতে পৃথিবীতে হামলা চালায় থানোস। অসীম শক্তিধর শত্রুকে পরাজিত করতেই লড়তে প্রস্তুত আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার ম্যান, ব্ল্যাক উইডো, ব্ল্যাক প্যান্থার এবং গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির মতো সুপারহিরোরা।
ব্যবসার দিক থেকে সর্বাধিক উপার্জনের সিনেমার তকমাও এখন মার্ভেলের এ ছবির গায়ে। শুধু গেল বুধবারেই মার্ভেল স্টুডিওর প্রত্যাশিত এ সিনেমা প্রধান ২১টি অঞ্চল থেকে আয় করে নিয়েছে ৩৯ মিলিয়ন ডলার।
উদ্বোধনী দিনেই অস্ট্রেলিয়ার বক্স অফিস মাত করেছে এটি। চলচ্চিত্রটি প্রথম দিনেই ৬ দশমিক ৭ মিলিয়ন আয় করে বলা চলে ইতিহাস গড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বক্স অফিসেও ৬ দশমিক ৫ মিলিয়ন আয় করে রেকর্ড গড়েছে সিনেমাটির উদ্বোধনী দিনের উপার্জন।
তৃতীয় সর্বোচ্চ ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ইতালি। তাদের সংগ্রহে উদ্বোধনী দিনের আয় হিসেবে উঠে এসেছে ৩ দশমিক ৯ মিলিয়ন। শুধু তা-ই নয় ফ্রান্স; ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামসহ বেশকিছু দেশের বক্স অফিসে রেকর্ড করেছে অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ারের প্রথম দিনের আয়।
এস/