বখাটেদের উত্যক্তের কারণে চাঁপাইনবাবগঞ্জে আফসানা আক্তার মিম নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার দুপুর ১২টার দিকে শহরের বিশ্বরোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আফসানা আক্তার মিম ওরফে আঁখিকে (১৯) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল শহরের মেথরপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ফয়সাল ও রামকৃষ্টপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে রিমন। এদের কারণেই আঁখি আত্মহত্যা করেছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
এতে বক্তব্য দেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক শাহীন কাউসার, আসিক ইয়াসির, এলাকাবাসীর পক্ষে শাহনেওয়াজ দুলাল, কলেজছাত্রী সুস্মিতা, আত্মহননকারী ছাত্রীর পিতা আইউব আলী, সামিউল হক প্রমুখ।
রবিবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আাঁখি। এ ঘটনায় তার বাবা আইউব আলী বাদী হয়ে রিমন ও ফয়সালসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় রাতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করে।