ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বোকাইনগর রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গেছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার কাজ শেষ হবে।
আজকের বাজার/এমএইচ