নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারির পন্য উৎপাদনের অভিযোগে বগুড়া সদর এলাকার একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরামের নেতৃত্বে মনিটরিং কার্যক্রম পরিচালনার সময় মুক্তা বেকারি নামের একটি প্রতিষ্ঠানে খাবারে ক্ষতিকর টেক্সটাইল রং ব্যবহার, পাখির বিষ্টাযুক্ত টেবিলে খাবার তৈরি, ইঁদুরের গর্তযুক্ত এলাকায় খাদ্য সংরক্ষণ, খাদ্যে তেলাপোকার উপস্থিতি, পোড়া ও ময়লা তেলের ব্যবহার এবং খাদ্যে লবনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার করার অপরাধে এই দন্ড প্রদান করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা মো. রাসেল জানান, তারা বেকারিতে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি দেখতে পেয়েছেন। এসময় আনুমানিক ৫ কেজি লবন, ৩ প্যাকেট রাসায়নিক রং এবং ৫ লিটার পোড়া ও ময়লা তেল জব্দ করা করা হয়। বগুড়া পৌরসভার পরিদর্শক মো. শাহ আলী অভিযানকালে উপস্থিত ছিলেন। এসময় তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল র্যাবের একট দল। (বাসস)