“ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বুধবার বগুড়ায় র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া -৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার কালিপদ রায়।
সভায় বক্তারা বলেন, আমারা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা ছাড়া দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে।
আলোচনা সভা শেষে দুই জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে জেলা পরিষদের পুকুরে দেশী মাছ অবমুক্ত করেন বগুড়া জেলা প্রশাসক। (বাসস)