বগুড়ায় প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে আটক ২

জেলায় এক প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে শহর জাতীয় পার্টির সভাপতিসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চেলোপাড়া এলাকায় ভোট কেনার জন্য ভোটারদের মাঝে টাকা বিতরণ করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
আটকৃতরা হলো- বগুড়া শহর জাতীয় পার্টির সভাপতি কাটনারপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম আকন্দের ছেলে আবু তাহের এবং একই এলাকার আনিছুর রহমানের ছেলে দেবেক।

এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) পলাশ চন্দ্র সরকার। তিনি জানান, সকাল থেকেই তারা শহরের চেলোপাড়া এলাকায় ভোটারদের ভোট কিনতে টাকা বিতরণ শুরু করে কয়েকজন যুবক। এমন সময় স্থানীয় লোকজন তাদের হাতে-নাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় এবং তাদের থানায় পাঠানো হয়।

এসময় স্থানীয় লোকজন জানিয়েছেন তারা লাঙ্গল প্রতীকের সমর্থকের ছদ্মবেশে স্বতন্ত্র প্রার্র্র্র্র্র্র্র্থী ঈগল প্রতীকের ভোট কিনতে টাকা বিতরণ করছিলেন।
তিনি জানান, আটককৃত দুইজনকে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে। (বাসস)