বগুড়ায় বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ২ টায় বগুড়া সদর উপজেলা পরিষদের অপরাজিতা হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করে সদর উপজেলা প্রশাসন।
এদিন ২য় ধাপে জীবিত ৪০ জন মুক্তিযোদ্ধা ও ৪৪ জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।
বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। (বাসস)