বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু এবং অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, আজ রোববার বিকেল সাড়ে ৫ টায় বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় রথযাত্রার সময় রথের চূড়ার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রঞ্জিত, নরেশ, আতশী, অলক ও সবিতা।
বগুড়া সদর থানার ওসি সাইহান আহমেদ জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পর ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতলে ১ জনের মৃত্যু হয়।
রোববার বিকাল ৫টায় সনাতন ধর্মের রথ যাত্রার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগবুল আহসান রিপু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। উদে¦াধনের ২০ মিনিট পর রথযাত্রা শুরু করে বনানী শিবমন্দিরে যাবার প্রাক্কালে সেউজগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। (বাসস)