জেলার শীতার্তদের মধ্যে শনিবার রাতে প্রধানমন্ত্রী প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বগুড়া রেলওয়ে স্টেশনে ভাসমান মানুষের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসকের হাত থেকে ৭৫ বয়সের এক বৃদ্ধা ফিরোজা বেওয়া একখানা কম্বল পেয়ে তার অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, “গত দুইবছর আগে এক খানা পেয়েছিলম। রাস্তার পাশে ফুটপথে থাকি বেজায় জাড় (খুব শীত)। এবছর এই কম্বলে শীত চলে যাবে।“ তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ সময় জেলা প্রশাসক বলেন, শুধু সরকার নয়, সমাজের বিত্তশালীদের শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলায় ৫০০ করে কম্বল দেয়া হয়েছে।