জেলার ধুনট উপজেলায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে আজ এক অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এ অবহিতকরণসভা আয়োজন করে।
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’শীর্ষক শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণসভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. সুমন কুমার সাহা, ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য রাখেন। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান