জেলার ধুনট উপজেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে আজ যমুনা নদী পাড়ের হতদরিদ্র তিনশ’টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর সহড়াবাড়ী ঘাট এলাকার এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। পুনাক, বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম ও কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নি প্রমুখ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান