জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় যমুনা নদীর সহরাবাড়ী স্পারে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়া’র সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতি বগুড়া’র সাধারণ সম্পাদক মুঞ্জুরি ইসলাম প্রমূখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান