জেলার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে গ্রাম পুলিশদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা। জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা চত্বরে উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫ জন গ্রাম পুলিশদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে ১০টি মাস্ক, একটি হ্যান্ড ওয়াশ, দুইটি স্যানিটাইজার, একটি সাবান ও পরিছন্নতার জন্য এককেজি ডিটারজেন্ট পাউডার রয়েছে। এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ও সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন উপস্থিত ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান