জেলার নন্দীগ্রামে আজ সড়ক দুর্ঘটনায় আব্দুল গফ্ফার (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফ্ফার নাটোর জেলার সিংড়া উপজেলার মালকুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গফ্ফার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পেরোচ্ছিলেন। এমন সময় নাটোরগামী একটি ট্রাক ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল গফ্ফার।
নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম দুর্ঘটনায় কৃষক আব্দুল গফ্ফারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর-বাসস
আজকের বাজার/আথনূর রহমান