জেলার শাজাহানপুর উপজেলায় সম্প্রতি বজ্রপাতে নিহত দুইব্যক্তির পরিবারকে আজ আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ। আজ রোববার দুপুর দুইটায় উপজেলা পরিষদ কার্যালয়ে গোহাইল আগড়া পাঁচগাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম ও রাকিব হোসেনের পরিবারের সদস্যদের হাতে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার দু’টি চেক তুলে দেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু।
এসময় শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট শনিবার বিকালে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের পুত্র শহিদুল ইসলাম (২৫) ও ওসমান গনির পুত্র রাকিব হোসেন (২৬)। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান