বগুড়ার শিবগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা, নিহত ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তুষার (৪৫) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুষার বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, সকাল ৮টার দিকে আমতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় খায়। এতে বাসের সুপারভাইজার তুষার আহত হন।

তুষারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

আজকের বাজার/আরজেড