বগুড়ার শেরপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

Sherpur

বগুড়ার শেরপুরে বৃহস্পতিবার সকালে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ধুনট শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান চারজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলা সদরের কলেজ রোড এলাকায় ঢাকাগামী কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বগুড়াগামী রডবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও দুজন আহত হন।

নিহত একজন হাফিজুল ইসলাম (৩৫) লালমনিরহাট জেলার কালিগন্জ থানার খয়ের উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। লাশ তিনটি মর্গে রাখা হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর শহরের উলিপুর নামক স্থানে ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি কোচ এক নারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত উলিপুর গ্রামের মৃত বুলুর স্ত্রী আমেনা বেগম (৫৫)।