বগুড়ার ধুনট উপজেলায় অটোভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ মে) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মায়া খাতুন (৩)। নিহত মায়া খাতুন একই গ্রামের মিলন রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াহাটা গ্রামের এক চালক ব্যাটারী চালিত অটোভ্যানে যাত্রী নিয়ে মথুরাপুর বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়। বেপরোয়া গতির অটোভ্যানটি পথিমধ্যে মিলন রহমানের বাড়ির সামনের পাকা সড়কে পৌঁছে। এ সময় মায়া খাতুন রাস্তা পার হচ্ছিল। সে চলন্ত অটোভ্যানের চাকার নীচে পড়ে আহত হয়।
স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মায়া খাতুনের মৃত্যু হয়েছে।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম অটোভ্যানের চাপায় মায়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ