ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার দুপুর ১২টার এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহত তিনজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রাসেল/