বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলায় আউস ও পেঁয়াজের জন্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকার প্রণোদনা দিবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, মন্ত্রণালয় প্রণোদনার টাকা বরাদ্দ দিয়েছে। তিনি আরো জানান,আউস চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য আউস চাষে প্রণোদনা দিচ্ছে। ১০ হাজার কৃষককে প্রতি ১ বিঘার জন্য এ প্রণোদনা দেয়া হবে। ১ বিঘা করে ১০ হাজার বিঘার জন্য প্রতি কৃষককে ৫ কেজি আউস বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেয়া হবে।
কৃষি বিভাগ জানায় সম্প্রতি দেশে পেঁয়াজ সংকটের কথা বিবেচনা করে কৃষি মন্ত্রণালয় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রণোদনা দিচ্ছে। দেশ যাতে পেঁয়াজে স্বাবলম্বী হতে পরে তার চেষ্ট করা হচ্ছে। জেলার ১২ টি উপজেলার ১৫০ জন পেঁয়াজ চাষিকে এ প্রণোদনা দেয়া হবে। ১৫০ জন কৃষকের প্রত্যেকে ৫ শতকের জন্য উপকরণ হিসেবে পাবে ২০০ গ্রাম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। আর প্রত্যেক কৃষককে পেঁয়াজের ক্ষেত ঢেকে দেয়ার জন্য নগদ সহায়তা পাবে ৫০০ টাকা। জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তর জানায় , প্রতিটি উপজেলার চেয়ারম্যান ও মেম্বার সহকারি কৃষি কর্মকর্তারা তালিকা প্রস্তুত করে আউস ও পেঁয়াজের উপকরণ বিতরণ করবেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান