বগুড়ার ধুনট উপজেলা সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা সাংগাঠনিক সম্পাদক শরীফসহ চার নেতা-কর্মী আহত হয়েছেন। আহত অন্যরা হলেন-পৌর শ্রমিক লীগ সভাপতি ইজুল আহম্মেদ, যুবলীগ সদস্য শাহ আলী ও আওয়ামী লীগ নেতা মিন্টু।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইছমাইল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমানের সমর্থক সেলিম রেজাকে মারধর করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের সমর্থকরা। এ ঘটনার জের ধরে পরবর্তীতে সোনামুখী সড়কে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ওরফে শরীফ খানের অফিসে হামলা করে এমপি হাবিবের কর্মীরা।
এ সময় ইজুল আহম্মেদ, শাহ আলী ও মিন্টু মারাত্মক আহত হন এবং শরীফের মোটর সাইকেল ভাঙচুর করা হয় জানিয়ে তিনি বলেন, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান